মাগুরা : মাগুরার দোয়ারপাড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধসহ একজন নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মাগুরা সুমন সেন জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার বিকেলে মাগুরা জেলা কারাগার থেকে জেলা ছাত্রলীগের এই সহ-সভাপতি মুক্তি পায়।
এই মামলার চার্জশিটভুক্ত ১৭ আসামির মধ্যে প্রধান আসামি সুমন সেনসহ মোট ১২ জন অন্তবর্তীকালীন জামিনে আছে। ৪ জন আসামি কারাগারে। বাকি ১ জন এখনো পলাতক রয়েছে।
এছাড়া মামলার তিন নম্বর আসামি মেহেদী হাসান ওরফে আজিবর শেখ গত বছর ১৭ আগস্ট রাতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মারা যান। পরে তার নাম চার্জশিট থেকে প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, মাগুরা শহরের দোয়ারপাড়ায় গত বছরের ২৩ জুলাই ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় আটমাসের আন্তঃসত্ত্বা নাজমা খাতুন (৩৫) তলপেটে গুলিবিদ্ধ হন। মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই গৃহবধূ গুলিবিদ্ধ কন্যাশিশু জন্ম দেন। ওই ঘটনায় গুলি ও বোমায় আহত নাজমার চাচা শ্বশুর মমিন ভুঁইয়া (৬৫) মারা যান। ২৬ জুলাই নিহত মমিন ভুঁইয়ার ছেলে রুবেল ভুঁইয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন।
গত বছরের ১ ডিসেম্বর পুলিশ এ মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সেনসহ ১৭ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।