আযান আলী, মেহেরপুর থেকে : স্থলবন্দরের দাবীতে শনবিার বিকেল ৪টায় মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হবে। মেহেরপুর স্থলবন্দর আন্দোলন ফোরাম নামের একটি সংগঠন করতে যাচ্ছে এ মানববন্ধন। মেহেরপুরে স্থল বন্দর হলে পুরো পরিবর্তন হয়ে যাবে এ শহরের।
বিকেল ৪ টা থেকে ৫টা পর্যন্ত ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হবে।
২৯মার্চ২০১৪/এমটিনিউজ২৪/প্রতিনিধি/রায়/