সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০০:০৬

হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হলো বাসর ঘরে বউ রেখে উধাও হওয়া সেই বর

হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হলো বাসর ঘরে বউ রেখে উধাও হওয়া সেই বর

মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় বর আব্দুল কাদির শুকুর (২৭)কে উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের আতলীঘাট গ্রাম থেকে উদ্ধার করা হয় সেই বরকে।

বর্তমানে তিনি মৌলভীবাজারের জুড়ী আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।

স্বজনদের বরাত দিয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, সন্ধ্যায় আতলীঘাট গ্রামের একটি রাস্তায় ওই বরকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে বরের বাড়িতে ফোন করে জানান স্থানীয় মসজিদের ইমাম। খবর পেয়ে বর শুকুরের স্বজনরা সেখানে গিয়ে তাকে হাত-পা বাঁধা অবস্থা উদ্ধার করেন।

তিনি বলেন, চিকিৎসক জানিয়েছেন- শুকুর সুস্থ রয়েছে। তাকে অক্সিজেন দেয়া হচ্ছে। তিনি পুরোপুরি সুস্থ হলে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব বাছিরপুর চাক্কাটিলা গ্রামের চরু মিয়ার ছেলে শুকুর শুক্রবার রাতে বিয়ে করে বউ বাড়িতে আনেন। রাত ১২টার পর প্রকৃতির ডাকে সাড়া দিতে শুকুর ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে