এমটিনিউজ২৪ ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে সিলেট-আখাউড়া রেলপথে রেললাইনের ওপর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
বুধবার (১২ নভেম্বর) সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়ার পশ্চিম বালিগাঁও এলাকায় রেলওয়ের ২৯৮নং পিলারের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় রেললাইনের ওপর একটি স্লিপার দেখতে পান রেলওয়ে কর্মকর্তারা। পরে দ্রুত ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়।
রেললাইনের ওপর থেকে স্লিপারটি সরিয়ে ফেলা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন রেলওয়ে ও থানা পুলিশের সদস্যরা।
কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাস পলাশ বলেন, দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রেললাইনে স্লিপার ফেলে রেখেছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিষয়টি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত করেছে। অল্প সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এবং দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।