শনিবার, ০৪ ডিসেম্বর, ২০২১, ০২:০৮:২৭

হাত ও কান ছাড়া ভারত থেকে ৩ বছর পর ফিরে শাহাজান জানালেন ভয়ঙ্কর কাহিনী

হাত ও কান ছাড়া ভারত থেকে ৩ বছর পর ফিরে শাহাজান জানালেন ভয়ঙ্কর কাহিনী

তিন বছর আগে ওরশ মাহফিলে যাওয়ার কথা বলে নিখোঁজ হন শাহাজান মিয়া (২৩)। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাচ্ছিলেন না। পরিবারের সবাই শাহাজানের আশা যখন ছেড়েই দিয়েছেন, তখন তিন বছর পর এক হাত আর এক কান ছাড়া ভারত থেকে ফিরে আসলেন তিনি। এসে শাহাজান জানালেন তার বেঁচে থাকার ভয়ঙ্কর ঘটনার কথা। জানালেন, আপন মামারা তার হাত, কান ও মাথার একাংশ কেটে মৃত ভেবে ভারতীয় সীমান্তে ফেলে চলে যান। 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুলাউড়ার চাতলাপুর সীমান্ত থেকে হাত, কান এবং মাথার একাংশ বিচ্ছিন্ন অবস্থায় শাহাজানকে উদ্ধার করে ত্রিপুরা রাজ্যের কৈলাশহর হাসপাতালে পাঠায়। সেখান থেকে আগরতলা মডার্ন সাইক্রিয়াট্রিক হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে দু’দেশের হাইকমিশনের সহযোগিতায় ছয়জন প্রতিবন্ধীদের সাথে গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে শাহাজানকে ফিরে পায় তার পরিবার। 

গত বৃহস্পতিবার দুপুরে আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে ত্রিপুরাস্থ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাজানকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। ওইদিন সকাল থেকেই ত্রিপুরা সীমান্তের এপারে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের নো-ম্যান্স ল্যান্ডে অপেক্ষা করছিলেন নিখোঁজ শাহাজানের স্বজনরা। অপেক্ষার প্রহর শেষে ঠিক দুপুর ১টার দিকে ভারতের ত্রিপুরাস্থ আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার জোবায়েদ হোসেন এক এক করে ৬ জন বাংলাদেশিকে আখাউড়া-আগরতলা নো-ম্যান্স ল্যান্ডে নিয়ে আসেন। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তারের মাধ্যমে নিজ পরিবারের কাছে শাহজাহানসহ অন্য পাঁচজনকে তাদের স্বজনদের তুলে দেন। এসময় নো-ম্যান্স ল্যান্ডে আরো উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী, কমিশনের এস এম আসাদুজ্জামান (প্রথম সচিব, স্থানীয়), বিএসএফ আগরতলা কম্পানি কমান্ডার রাজকুমার, বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তারসহ প্রশাসনের কর্মকর্তারা। দেশে ফিরলেও শাহাজান বর্তমানে তার মামাদের ভয়ে ফুফু রুপজান বিবির বাড়িতে বসবাস করছেন। 

কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামের মানিক মিয়ার ছেলে শাহাজাহান। পেশায় একজন কৃষক। তিন বছর আগে আপন মামাদের সাথে তার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ শুরু হয়। এ ঘটনায় ভুক্তভোগী শাহাজান বাদী হয়ে গত ২২ নভেম্বর মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলী আদালতে তার ৪ মামাকে আসামি করে মামলা (নং- ৪৩৬/২১ ইং) দায়ের করেন। আসামিরা হলেন- শাহাজানের মামা ওয়াছির মিয়া (৩৮), ফুরকান মিয়া (৩২), মবশ্বির মিয়া (৪৫), ইয়াছিন মিয়া (২৫) ও সিএনজিচালককে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে ও সরেজমিন শাহাজানের ফুফুর বাড়িতে গেলে জানা যায়, টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামের বাসিন্দা মানিক মিয়ার সাথে তার স্ত্রীর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের কারণে মানিক মিয়ার স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ করতে থাকেন। তখন মানিক মিয়ার ছেলে শাহাজান বাবার হয়ে তার মাকে বোঝানোর চেষ্টা করেন। সেই কারণে শাহাজানের মামা ওয়াছির মিয়া, ফুরকান মিয়া, মবশ্বির মিয়া, ইয়াছিন মিয়া তার ওপর ক্ষেপে যান। তখন থেকেই শাহাজানের মামারা তাকে নানা ভয়-ভীতি দেখিয়ে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন। কিন্তু শাহাজান তার বাবার পক্ষ নিয়ে কথা বললে তার মামারা তাকে হত্যা করার পরিকল্পনা করেন। 

ঘটনার দিন ২০১৯ সালের ২৫ জানুয়ারি টিলাগাঁও ইউনিয়নের কামালপুরে হযরত শাহ ফয়জুল হক চিশতীর মাজারে একটি উরুশ মাহফিলে যান শাহাজান। সেখান থেকে রাত ২টার সময় শাহাজানের মামা ইয়াছির মিয়া গোপন কথা আছে বলে তাকে আগে থেকে ওঁৎ পেতে থাকা একটি সিএনজি অটোরিকশায় তার অন্য মামাদের সহযোগিতায় জোরপূর্বক সিএনজিতে তোলেন। তারপর শাহজানের মামা ধারাল অস্ত্র দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কোপান। ওই সময় তার মামা ফুরকান মিয়া তার হাতে থাকা দা (বটি) দিয়ে শাহাজানের গলা বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে কোপ দিলে তা শাহাজানের ডান কাঁধে পড়ে। ডান হাতের গোড়া থেকে হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর মামা ওয়াছির মিয়া তার হাতে থাকা খাসিয়া দা দিয়ে শাহাজানের মাথা লক্ষ্য করে কোপ দিলে তা মাথার বামপামে পড়ে এবং সেখান থেকে মাথার কিছু অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। মামা মবশ্বির মিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে শাহাজানের বুকে ২টি আঘাত করেন। এরপর ইয়াছিন মিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে শাহাজানের বাম হাতে পর পর ২টি কোপ দেন। এতে তার হাতের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়। লোমহর্ষক হামলার পর শাহাজানের মামারা তাকে মৃত ভেবে শরীফপুর ইউনিয়নের চাতলাপুর সীমান্তে কাঁটাতারের ভেতরে ভারতের অংশ রেখে চলে আমেন। 

পরবর্তীতে বিএসএফ ওইদিন সকালে সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় শাহাজানকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে কৈলাশহর হাসপাতালে ভর্তি করে। প্রায় বছর খানেক কৈলাশহর হাসপাতালের আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শাহাজান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ত্রিপুরা রাজ্যের আগরতলায় মডার্ন সাইক্রিয়াটিক হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ১৮ নভেম্বর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন শাহাজান। 

হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় একপর্যায়ে জ্ঞান ফেরে শাহাজানের। সেখানে হাসপাতালের এক নার্সের মাধ্যমে কিছু ঘটনার বিষয়ে জানতে পারেন শাহাজান। পরে নার্সের মাধ্যমে দেশের বাড়িতে যোগাযোগ করলে পরবর্তিতে ভারতীয় হাইকমিশনের সাথে বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলা ত্রিপুরা ২২ অক্টোবর শাহাজানকে দেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেন। এরপর ১৮ নভেম্বর তিনি দু’দেশের সহযোগিতায় দেশে ফেরেন। দেশে ফিরে তিনি চার মামাকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেছেন। মামলা করার পরও ক্ষান্ত হননি শাহাজানের মামারা। মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছেন তারা। 

ভুক্তভোগী শাহাজান অভিযোগ করে বলেন, পারিবারিক অনেক বিষয় নিয়ে আমার বাবা ও মায়ের প্রায়শই ঝগড়া হতো। আমি বাবার পক্ষ নিয়ে কথা বলায় আমার মামারা আমার ওপর রাগান্বিত হন। সেই আক্রোশের জেরে মামা ফুরকানের নেতৃত্বে সংঘবদ্ধ মুখোশধারীরা ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে আমাকে চাতলাপুর সীমান্তে কাঁটাতারের বেড়ার সামনে মৃত ভেবে ফেলে রেখে যান। পরে বিএসএফ আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। 

সুস্থ হয়ে দেশে ফিরে শাহাজান জীবনে বিভীষিকাময় ঘটনা তুলে ধরেন এই প্রতিবেদকের কাছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি ও তার স্বজনরা। শাহাজানের মামারা প্রকাশ্য বাড়িতে থেকে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। কেউ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। বলেন, আমি বাবাকে কৃষিকাজে সহযোগিতা করতাম। এখন আমার এক হাত ও এক কান নেই। আমি কীভাবে আমার বাকি জীবন কাটাবো। সেই চিন্তা এখন মাথায় ঘুরপাক খাচ্ছে। আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। 

শাহাজানের ফুফু রুপজান বিবি বলেন, শাহাজান খুবই শান্ত ও সহজ সরল প্রকৃতির ছেলে। পরিবারে ৪ ভাই ও এক বোনের মধ্যে সে দ্বিতীয়। দেড় বছর আমরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। পরে জানতে পারি সে ভারতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শাহাজানের মামারা বিরোধের জেরে থাকে অপহরণ করে নিয়ে মারধর করে সীমান্তে ফেলে আসে। তিন বছর পর সরকারের মাধ্যমে তাকে দেশে আনা হয়েছে। এখন সে তার মামাদের ভয়ে আমার বাড়িতে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৌলভীবাজারের পুলিশ সুপার মো. আবু ইউসুফ এই প্রতিবেদককে বলেন, এ ঘটনায় বিজ্ঞ আদালত থেকে এখনো মামলার কোনো কাগজ আসেনি। আসলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো। -কালের কণ্ঠ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে