বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১০:৩৩:৪২

অস্ত্রোপচার করে পেট থেকে বের হলো জীবন্ত কুঁচিয়া

অস্ত্রোপচার করে পেট থেকে বের হলো জীবন্ত কুঁচিয়া

এমটিনিউজ২৪ ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জের সমরা মুন্ডা নামের এক জেলের পেট থেকে অস্ত্রোপচার করে একটি জীবন্ত কুঁচিয়া বের করা হয়েছে। মাছ ধরার সময় পায়ুপথে কুঁচিয়াটি পেটের ভেতর চলে যায়। 

গত রবিবার (২৪ মার্চ) রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা অস্ত্রোপচার করে জীবিত অবস্থায় কুঁচিয়া মাছটি ওই জেলের পেট থেকে বের করেন।

জানা যায়, উপজেলার মির্তিঙ্গগা চা বাগানের উপজাতি সম্প্রদায়ের বাসিন্দা সমরা মুন্ডা নামের এ জেলে কুঁচিয়া মাছ ধরে স্থানীয়দের কাছে বিক্রি করেন।

প্রতিদিনের মতো গত শনিবার সমরা মুন্ডা স্থানীয় এলাকায় মাছ ধরার সময় হঠাৎ কাদায় আটকে যান। তখন তার দুই হাতে থাকা দুটি কুঁচিয়া মাছ কাদায় পড়ে যায়। তখন তিনি অনুভব করেন তার পায়ুপথে কি যেন ঢুকছে। তবে সেটিকে গুরুত্ব দেননি তিনি। পরে সমরা মুন্ডা সেখান থেকে উঠে বাড়িতে আসার পর তার পেটে প্রচুর ব্যথা অনুভব করেন। 

পরে তিনি রবিবার স্থানীয় হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসকেরা তার কথা শুনে এক্সের মাধ্যমে পেটের ভেতর লম্বা আকৃতির একটি বস্তু দেখতে পান। পরে কর্তব্যরত চিকিৎসকরা সমরা মুন্ডাকে সন্ধ্যায় অপারেশন থিয়েটারে নিয়ে যান। সেখানে ২ ঘণ্টা অপারেশন করে পেটের ভেতর থেকে একটি জীবন্ত কুঁচিয়া মাছ বের করেন। 

ওসমানী মেডিক্যালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, হাসপাতালে অস্ত্রোপচার করে তার পেট থেকে জীবিত ২৫ ইঞ্চি কুঁচিয়া মাছ বের করা হয়েছে। বর্তমানে সমরা মুন্ডা ওসমানী মেডিক্যালের চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে