স্পোর্টস ডেস্ক: মাশরাফি বিন মর্তুজাকে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনতে নড়াইলে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে বিক্ষুদ্ধ সমর্থকরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই কর্মসূচি পালন করা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে টস করার সময় মাশরাফি অবসর ঘোষণা দেন। জানিয়ে দেন, এই সিরিজের দুই ম্যাচ খেলেই টি-টুয়েন্টিকে বিদায় বলবেন। এরপর নিজের ফেসবুক পেজে মাশরাফি একটি বিবৃতি দেন। সেখানে বলেন, তরুণ ক্রিকেটারদের জায়গা দিতে তার এই অবসর।
‘মাশরাফি এমন কিছু, যা বাংলাদেশ সব সময় মিস করবে। ওকে আমরা মিস করব। যখন খেলার থেকে অবসর নিবে, তখনও মিস করব।’ বলেন পাপন। ইনজুরি প্রবণতার কারণে টেস্ট খেলেন না বহুদিন ধরে। বড় ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর ঘোষণা এখনও দেননি। তবে সাদা পোশাকে তার মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত চালিয়ে যেতে পারেন ওয়ানডে খেলা।
পাপন বলছেন, মাশরাফি যতদিন ফিট থাকবে, ততদিন ওয়ানডে খেলে যাবে। ‘আমরা চাই ও বেশি খেলুক। যতদিন ফিট থাকবে ও খেলবে। এ ব্যাপারে কোন সন্দেহ নেই।’
সম্প্রতি মাশরাফির একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, হাঁটুতে জটিল ব্যান্ডেজ বাঁধা। পাপন বললেন টিভিতে এই দৃশ্য দেখে তিনি আঁতকে ওঠেন, ‘টিভিতে দেখে ভাবলাম আরে এগুলা কী! আমি তো কখনও দেখিনি। জানতাম না এত ব্যান্ডেজ নিয়ে ও বল করে।’
পাপনের আশা মাশরাফি চ্যাম্পিয়ন্স ট্রফির পরেও খেলতে পারবে, ‘আগে ভেবেছিলাম হয়ত চ্যাম্পিয়ন্স ট্রফি ওর লাস্ট। এখন মনে হচ্ছে আরও বেশি খেলতে পারবে।’
৬ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর