শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ০৩:৪৯:২৬

আর কখনও মায়ের সঙ্গে গল্প করা হবে না নাঈম শেখের

আর কখনও মায়ের সঙ্গে গল্প করা হবে না নাঈম শেখের

এমটিনিউজ২৪ ডেস্ক : আর কখনও মায়ের সঙ্গে গল্প করা হবে না নাঈম শেখের (১০)। করা হবে না খুনসুটিও। ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত্যু হয়েছে তার। 

শুক্রবার (২৫ জুলাই) রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

নাঈম ঈশানগাতী পূর্বপাড়া এলাকার জাকির শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় তৃতীয় শ্রেণিতে পড়ত।

স্বজন ও স্থানীয়রা জানান, রাতে খাবার খেয়ে মায়ের সঙ্গে ঘুমাতে যায় নাঈম। এরপর কোনো এক সময় তাকে সাপে কামড়ায়। গভীর রাতে নাঈমের মা বিষয়টি টের পান এবং পরিবারের সদস্যদের জানান। 

পরিবারের লোকজন তৎক্ষণাৎ প্রথমে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দিবাগত রাত ১টার দিকে তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছু সময় পর তার মৃত্যু হয়।

এ বিষয়ে নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসান ফেরদৌস গণমাধ্যমকে বলেন, সাপের কামড়ে গুরুতর অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। কিন্তু চিকিৎসা শুরু করার আগেই তার মৃত্যু হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে