মানুষ বের হতেই ভয় পায় : এরশাদ
নড়াইল প্রতিনিধি : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে এমন গণতন্ত্র চলছে যে, মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়।
রোববার দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা জাপার দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, এখন ঘর থেকে বের হওয়া যায় না। পথে পথে চেকপোস্ট। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই।
সম্মেলন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায় ও আব্দুস সবুর আসুদ, নির্বাহী কমিটির সদস্য অশোক কুমার ঘোষ, অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, শরিফুল ইসলাম চৌধুরী, আবুল হোসেন, জেলা জাপার সাধারণ সম্পাদক শরীফ মুনীর হোসেন, লোহাগড়া উপজেলা জাপা নেতা বদরুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ২৭ বছর পর আজ রোববার নড়াইলে আসেন এরশাদ। এর আগে ১৯৮৮ সালে নড়াইলে এসেছিলেন তিনি।
২২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�