নড়াইল: বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণায় আনন্দের বন্যা বইছে নড়াইলের সর্বত্র। আওয়ামী লীগের নেতাকর্মী বিশেষ করে তরুণরা এ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন। নড়াইলের অধিকাংশ মানুষ বলেছেন- মাশরাফি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে জয়ের মুকুট অবশ্যম্ভাবী। মাশরাফি এমপি হিসেবে নির্বাচিত হলে অবহেলিত নড়াইলের উন্নয়ন হবে।
‘মাশরাফি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এবং রবিবার (১১ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনবেন’ আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া শনিবার গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানোর পর তাঁর জন্মভূমি নড়াইলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝে বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা।
মাশরাফির মনোনয়ন ফরম কেনার কথা শুনে উচ্ছ্বসিত নড়াইলবাসী। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাশরাফির নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে মতামত ব্যক্ত করেছেন। নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক, লক্ষ্মীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক, জেলা পাবলিক লাইব্রেরির সেক্রেটারি, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট কাজী বশিরুল হক বলেন, ‘মাশরাফির সঙ্গে দলমত নির্বিশেষে সবার সম্পর্ক ভালো। তার সঙ্গে কারও কোনও শত্রুতা নেই। ক্লিন ইমেজের মাশরাফি এমপি নির্বাচিত হলে অবহেলিত নড়াইলকে এগিয়ে নিতে সক্ষম হবেন। নড়াইলের উন্নয়নে তাকে সবাই সহযোগিতা করবেন এমন প্রত্যাশা আমাদের।’
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেন, ‘মাশরাফি জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে ফাউন্ডেশন বিষয়টিকে সানন্দে গ্রহণ করবে এবং ফাউন্ডেশনের কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা তার পাশে থাকবে। কারণ তিনি এমপি নির্বাচিত হলে গোটা নড়াইলের সার্বিক উন্নয়ন হবে।’
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন বলেন, ‘প্রধানমন্ত্রী তাকে (মাশরাফি) মনোনয়ন দিলে আমি ও পরিবারের সদস্যরা সানন্দে গ্রহণ করবো।’
নড়াইলের আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান বলেন, ‘মাশরাফি একজন সৃজনশীল এবং নিঃসন্দেহে ভালো মানুষ। তিনি বিভিন্ন সময় গরীব মানুষের উপকার করে থাকেন।’
আওয়ামী লীগের জেলা পর্যায়ের সিনিয়র নেতারা মাশরাফির মনোনয়ন ফরম কেনার ব্যাপারে আপাতত কোনও মন্তব্য করতে রাজি হননি। কেউ কেউ জানিয়েছেন, মনোনয়ন ফরম কেনার পর বিষয়টি নিয়ে কথা বলবেন।
এদিকে শনিবার মাশরাফির আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম কেনার ঘোষণার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিকেল থেকে মাশরাফিদের বাড়ির সামনে (নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনে) মাশরাফি ভক্তরা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা ভিড় করতে শুরু করেছেন।
উল্লেখ্য, ২০১৭ সালে মাশরাফি বিন মুর্তজার পৃষ্ঠপোষকতায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন গঠিত হয়। দুঃস্থ-অসহায় মানুষদের চিকিৎসা ও লেখাপড়ায় সহযোগিতা করে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি। এছাড়া আইসিটি, শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, পরিবেশ ও পর্যটনসহ বিভিন্ন বিষয়ে কাজ করে যাচ্ছে ফাউন্ডেশনটি।