নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের বাইরে নড়াইল-২ (সদর ও লোহাগড়া) আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। প্রার্থী হিসেবে এই আসনে লড়বেন জেলা জাতীয় পার্টির সভাপতি ফায়েকুজ্জামান ফিরোজ।
নড়াইল-২ আসনে ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
জাতীয় পার্টি ছাড়াও এ আসনে মাশরাফির প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকবেন ছয়জন।
এ বিষয়ে জাতীয় পার্টির প্রার্থী ও জেলা সভাপতি ফায়েকুজ্জামান ফিরোজ বলেন, জোটের সিদ্ধান্ত অনুযায়ী নড়াইল-১ ও নড়াইল-২ আসন থেকেই নির্বাচন করছেন আমাদের প্রার্থীরা। মহাজোটের প্রার্থীর বাইরে গিয়ে লড়ব আমরা।
নড়াইল-২ আসনের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা, ২০ দলীয় জোটের প্রার্থী এনপিপির চেয়ারম্যান এ জেড এম ড. ফরিদুজাজামান, জাতীয় পার্টির প্রার্থী ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী আন্দোলনের এসএম নাছির উদ্দিন, এনপিপির মনিরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহাবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ফকির শওকত আলী।
মনোনয়ন প্রত্যাহারের শেষদিন রোববার মাশরাফির আসন থেকে পাঁচজন মনোনয়ন প্রত্যাহার করে সরে দাঁড়ান।
এদিকে নড়াইল-১ আসনে নির্বাচনে লড়বেন পাঁচপ্রার্থী।
সূত্র: যুগান্তর