নড়াইল : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়ছেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই আসনে মাশরাফির নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্থানীয় নেতাকর্মী ও তার ভক্তরা।
তবে ব্যতিক্রম সাখাওয়াত হোসেন। তার বাড়ি বগুড়া জেলায়। নড়াইলে এসে তিনি সকলের কাছে মাশরাফির জন্য ভোট চাচ্ছেন, নেমে পড়েছেন নির্বাচনী প্রচারণায়। সারা শরীরে মাশরাফির ছবি। ধ্যানে-জ্ঞানে মাশরাফি। কখনো মুখে বাঁশি, কখনো মুখে- শুধু তার মাশরাফি- ‘মাশরাফি ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’।
গত ১৮ ডিসেম্বর তিনি নড়াইলে এসেছেন। কোথায় থাকবেন? নড়াইলে মাশরাফি ছাড়া আর কেউতো তেমন পরিচিত নেই। কিন্তু বসের জন্য তো তাকে কাজ করতে হবে। তাই একটি হোটেলে ওঠেন। তিনি প্রতিজ্ঞাবদ্ধ- মাশরাফিকে জয়ী করে তবেই বাড়ি ফিরবেন।
নড়াইলবাসীর মত নড়াইলে মাশরাফির জন্য প্রতীক্ষার প্রহর গুনছেন সাখাওয়াত। তবে একথা কি মাশরাফি জানেন এতদূর থেকে আসা ভক্তটি একা একা নড়াইলের রাস্তায় কনকনে শীতে তার জন্য দারে দারে ভোট চাচ্ছেন?
সাখাওয়াত বলেন, প্রথমে ডলফিন আবাসিক হোটেলে উঠেছিলাম। এরপর চিত্রা রিসোর্টে থাকার ব্যবস্থা করলেন মাশরাফি ভাই। ভাই আমার ব্যাপারে জেনেছেন। এরপর ভাই আমার থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এখন থেকে খাওয়ার ব্যবস্থা করেছেন মামার বাড়িতে (মাশরাফির মামা)।
এরই নাম হচ্ছে ভালোবাসা। মাশরাফির প্রতি ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার টানে সাখাওয়াত নড়াইলে ছুটে এসেছেন। তার জন্য মাশরাফি কোনো প্রতিদান দেননি, দিয়েছেন বুকভরা ভালোবাসা। আর এজন্যই সবার সেরা মাশরাফি।