নড়াইল: আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চাই।
তিনি বলেন, জনগণ যে সিদ্ধান্ত দেবেন, আমি সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব। যেনতেনভাবে এমপি নির্বাচিত হতে চাই না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা রয়েছে। আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না।
মঙ্গলবার রাত ৮টায় জেলা পরিষদ মিলনায়তনে নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা নড়াইলের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। মাশরাফির পক্ষ থেকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাশরাফি বিন মর্তুজা বলেন, অতিউৎসাহী কোনো নেতাকর্মী যেন বিরোধী প্রার্থীর প্রতি কোনো প্রকার অসদাচরণ না করে সেদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। এমপি নির্বাচিত হলে নড়াইলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকব। আপনারা আমার পাশে থাকলে জেলার বিভিন্ন সমস্যা সমাধান করতে পারব।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, এনামুল কবির টুকু, কার্ত্তিক দাস, শামীমুল ইসলাম, সাইফুল ইসলাম, মলয় নন্দী, হাফিজুল করিম নিলু, মনীর চেধুরী ও মুন্সি আদাদুর রহমান প্রমুখ।