নড়াইল: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর তাকে সঙ্গ দিতে প্রচারণায় নেমেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৈয়দ রাসেল।
এক সময় যে মাশরাফি ও রাসেলের জুটি বেঁধে বোলিং করাটা সমর্থকদের জন্য অন্যতম ভরসা ছিল। সেই রাসেল খেলা ছাড়লেও আবারো মাশরাফির সঙ্গে জুটি বাঁধলেন। তবে ক্রিকেট মাঠে নয়, নির্বাচনের মাঠে।
মাশরাফি আর সৈয়দ রাসেল- বাংলাদেশে ক্রিকেটের এক সময়কার পরিচিত দুই নায়ক। এক প্রান্ত থেকে মাশরাফি যখন গতির ঝড় তুলতেন রাসেল তখন অন্য প্রান্ত থেকে সুইং দিয়ে খাবি খাওয়াতেন বিপক্ষ দলের ব্যাটসম্যানদের। আকস্মিক ইনজুরি সৈয়দ রাসেলের ক্যারিয়ারকে ছোট করে দিলে এই দুই বন্ধুর একসাথে খেলা আর চালিয়ে যাওয়া হয়ে ওঠেনি।
মাঠে ও মাঠের বাইরে এ দু’জন ভালো বন্ধুও। আর তাই বন্ধুর জন্য নির্বাচনী প্রচারণায় নেমে গেলেন এই বাঁহাতি পেসার। নির্বাচনী প্রচরণার মিছিল মিটিং ও সভায় রাসেল সরব উপস্থিত থেকেই মাশরাফির পক্ষে ভোট প্রার্থনা করছেন।
উল্লেখ্য, ২০১০ সালে জাতীয় দল থেকে বাদ পড়েন রাসেল। এসময় কোমরের ইনজুরিতে পড়েন তিনি। এরপর আবারো বাম কাঁধের ইনজুরি। অস্ত্রোপচারের জন্য যে বড় অংকের অর্থের প্রয়োজন ছিল তার সহায়তা দেয়নি বিসিবি। কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন মাশরাফি। টাইগার দলপতির অর্থ সাহায্যেই অস্ত্রোপচার হয় তার। সেই বন্ধুর জন্য তো মাঠে নামতে হয়।