নিউজ ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লিগের প্রার্থী হয়ে লড়বেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এটা সবারই জানা। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ও সামাজিক নেতাকর্মীদের নিয়ে প্রচারে ব্যস্ত মাশরাফি।
এবার তার নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন নড়াইল ও লোহাগড়ার ৫ শতাধিক খেলোয়াড়রা। মূলত নড়াইল জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল বুধবার প্রায় ৫ শতাধিক ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, ফুটবলসহ বিভিন্ন খেলোয়াড়রা মাশরাফির নির্বাচনী প্রচারণায় অংশ নেন এবং মাশরাফির পক্ষে ভোট চান।
আর সেই সমাবেশে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু,সহসভাপতি হাসানুজ্জামান, এস এম হায়াতুজ্জামান,যুগ্ম সম্পাদক রওশনারা লিলি, সদস্য মুজিবুর রহমান,দীলিপ চক্রবর্তী, মাহবুবুর রহমান,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ প্রমুখ বক্তব্য রাখেন।
তারা বলেন, ‘মাশরাফি একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়, বিশ্ববাসী তাকে নড়াইলের এক্সপ্রেস হিসেবে চেনে। প্রধানমন্ত্রী তাকে নড়াইল থেকে মনোনয়ন দিয়েছেন। আগামী ৩০ তারিখে দলমত-নির্বিশেষে তার নৌকা প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। মাশরাফি নির্বাচিত হলে নড়াইলের উন্নয়ন হবে।’