নিউজ ডেস্ক: নির্বাচনী প্রচারণায় নিরাপত্তায় থাকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মিন্টু (৪০) । তিনি নড়াইল-২ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাশরাফি বিন মর্তুজার নির্বাচনী প্রচারণায় নিরাপত্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মিন্টুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন মাশরাফি বিন মর্তুজা।
বিষয়টি নিয়ে ডিবি পুলিশের এক সদস্য জানান, মাশরাফির নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে দুপুরে জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামে মাশরাফির শ্বশুর বাড়ি এলাকায় যান প্রচারণার কাজে।
এসময় নড়াইল ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মিন্টুর বুকে ব্যথা শুরু হয়। এরপর তখনই তাকে মাশরাফির গাড়িতে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অসুস্থতার পর মাশরাফি পরবর্তী কর্মসূচি স্থগিত করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান।
কিন্তু হাসপাতালে আনার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মনিরুজ্জামান মিন্টুর মৃত্যু হয়।
এবিষয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাইমিন জিসান জানান, হাসপাতালে আনার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
মৃত মনিরুজ্জামানের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রাম। তিনি ওই গ্রামের মমিন বিশ্বাসের ছেলে। তার মনিরের তানহা (৮) নামে এক সন্তান রয়েছে।