শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮, ১১:০৫:৩৯

মাশরাফিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গেলেন এনপিপি প্রার্থী

মাশরাফিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গেলেন এনপিপি প্রার্থী

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এনপিপি প্রার্থী মনিরুল ইসলাম (আম প্রতীক)। শুক্রবার সন্ধ্যায় সদর থানা সংলগ্ন আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে মাশরাফির হাতে ফুল দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

এনপিপি প্রার্থী মনিরুল ইসলাম বলেন, মাশরাফি বিন মর্তুজার জনপ্রিয়তা ও তার প্রতি হাজারো মানুষের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। তাই তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমার দলের নেতাকর্মীরা এখন থেকে নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফির জন্য কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন এনপিপির জেলা সহ-সভাপতি নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহিন হোসেন, যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান, সদস্য রবিউল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে গত ১৯ ডিসেম্বর বিকালে শহরের বঙ্গবন্ধু চত্বরে দলের যৌথসভায় মাশরাফির প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান এ আসনের জাপা প্রার্থী (এরশাদ) ফায়েকুজ্জামান ফিরোজ।

নড়াইল-২ আসনে সাত প্রার্থীর মধ্যে এখন ভোটের মাঠে আছেন আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, বিএনপি প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী আন্দোলনের প্রার্থী এস এম নাসির উদ্দীন, ইসলামী ঐক্যজোটের প্রার্র্থী মাহাবুবুর রহমান এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির শওকত আলী।

ভোটাররা জানান, নড়াইল-২ আসনে এসব প্রার্থীর মধ্যে মূল আলোচনায় আছেন আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও বিএনপি প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে