শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮, ০৩:২১:১৯

এক নম্বর ভোটার মাশরাফি-সুমি!

এক নম্বর ভোটার মাশরাফি-সুমি!

নড়াইল : সারাদেশের মতো নড়াইল জেলায়ও শান্তিপূর্ণভাবে একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নড়াইলের দুটি আসনের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় ভোট দেবেন। এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে বরাবরব ছিলো নড়াইল। জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে লড়ছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

জানা গেছে, নড়াইল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি ভোট দেবেন বেন্দারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং বিএনপির মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম দেবেন নড়াগাতি থানার খাশিয়াল সম্মিলনী উচ্চ বিদ্যাপিঠ কেন্দ্রে।

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাড়ি মহিষখোলা হলেও ভোটার হয়েছেন ৪নং ওয়ার্ডের আলাদাতপুর এলাকার। তিনি ওই এলাকার এক নম্বর ভোটার এবং তার সহধর্মিনী সুমনা হক সুমি এক নম্বর মহিলা ভোটার। তারা ভোট দেবেন নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

অপরদিকে এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ ভোট দেবেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বলে জানা গেছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নড়াইল-১ (কালিয়া) আসনটি একটি পৌরসভা ও সদর উপজেলার কলোড়া, বিছালী, সিঙ্গাশোলপুর, সেখহাটী ও ভদ্রবিলা এ পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ১৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৯৮১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৯ হাজার ১৯৩ জন। ভোট কেন্দ্র রয়েছে ১০২টি, ভোটের কক্ষ রয়েছে ৪৮৭টি।

অন্যদিকে নড়াইল-২ (নড়াইল ও লোহাগড়া) আসনে পৌরসভাসহ সদর মোট ২০টি ইউনিয়ন রয়েছে। এখানে ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৮৪৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৭০৬ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৩৮ জন। কেন্দ্র রয়েছে ১৪০টি এবং ভোট কক্ষ রয়েছে ৬৪৮টি।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘নড়াইল-১ আসনে ১০২টি কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্র এবং নড়াইল-২ আসনে ১৪০টি কেন্দ্রের মধ্যে ৩৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী দায়িত্ব পালন করছে।’

জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘জেলার নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে