নড়াইল: নড়াইল-২ আসনে (নড়াইল-লোহাগড়া) আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজার বিজয় নিশ্চিত জেনে লোহাগড়ায় আজ রবিবার সন্ধ্যায় মিছিল করেছে আওয়ামীলীগের নেতা-কর্মী, মাশরাফির সমর্থক ও ভক্তরা। তাদের চাওয়াটাই ছিল, যে মাশরাফি বারবার খেলার মাঠে জিতেছে, সেই মাশরাফি ভোটের মাঠেও জিতবে।
সূত্র জানায়, প্রতিটি কেন্দ্রেই ছিল যেন খেলার মাঠের মাশরাফির ক্রিকেট বলের গতির মতই ভোটের মাঠের মাশরাফির জনপ্রিয়তা ও ভালোবাসার গতি। সেই ভালোবাসাই ভোটের গতি বাড়িয়ে কাঙ্খিত লক্ষ্যে নিয়ে যাবে প্রিয় মাশরাফিকে। এমনটাই চাওয়া ছিল ভক্তদের।
নির্বাচনী গণসংযোগ বা জনসভা চলাকালেও মাশরাফির হাতে ক্রিকেটের বল দেখা গেছে। সবাই হতবাক হয়েছেন হয়তো! কিন্তু না, মাশরাফি বলকে ভালোবাসে। এটাই সেই জাদুকরী বল, যেটি গোলার মতো ছুটে যায় প্রতিপক্ষের উইকেটের দিকে। যেটির দ্বারা তিনি ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী। দেশকে ভালোবাসে, এলাকার মানুষকে ভালবাসে। সব মিলিয়ে যেন অন্য রকম কিছু মনে হয়েছে মাশরাফিকে ঘিরে।
নড়াইল জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল করিম বাবু বলেন, বল পাগল ছেলেটি মাশরাফি আজ আমাদের এলাকার উন্নয়নের অভিভাবক হবেন, সেটা ভাবতেই শরীরে যেন শিহরণজাগে।
রবিবার বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়ে ভোট গণণারপালা চলছিল। আর দলের নোত-কর্মী, মাশরাফির সমর্থক,ভক্তরা প্রস্তুতি নিচ্ছিলেন বিজয় মিছিলের। ঠিক রাত ৭টার দিকে জেলা আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদের নেতৃত্বে লোহাগড়া শহরে মাশরাফির পক্ষে বিশাল মিছিল বের হয়। এর পর থেকেই শহরে ঢাঁকঢোল-বাজনা বাজিয়ে নৌকা ও মাশরাফির পক্ষে পালাক্রমে মিছিল বের হয়। মিছিলের শহরে পরিণত হয় গোটা শহর।