শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৫:৪১:৫৩

জল্লাদ এবার নড়াইলে আটক

জল্লাদ এবার নড়াইলে আটক

নড়াইল প্রতিনিধি : একাত্তরে অসংখ্য মুক্তিকামী মানুষকে হত্যা করে বহাল তবিয়তে থাকলেও এবার আব্দুল ওহাব ওরফে জল্লাদ ওহাবকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারদের দোসর রাজাকার আলবদর-আল শামস বাহিনীর নির্দেশে আব্দুল ওহাব ওরফে জল্লাদ ওহাবের বিরুদ্ধে অসংখ্য মানুষকে হত্যার করার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার নড়াইল মুক্ত দিবসের কর্মসূচিতে মুক্তিযোদ্ধারা জল্লাদ ওহাবকে গ্রেপ্তার করার আহ্বান জানালে শুক্রবার ভোরে সদর উপজেলার ফুলশর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। মুক্তিযুদ্ধকালীন সদর উপজেলা কমান্ডার শরীফ হুমায়ুন কবীর জানান, শান্তি কমিটির চেয়ারম্যান রাজাকার সোলায়মানের নির্দেশে জল্লাদ ওহাব নড়াইল জজকোর্ট-সংলগ্ন লঞ্চঘাটের পন্টুনে নিয়ে স্বাধীনতাকামী অসংখ্য মানুষকে নির্মমভাবে গলাকেটে করে চিত্রা নদীতে ফেলে দিত। তিনি অন্যান্য জল্লাদকেও গ্রেপ্তারের দাবি জানান। মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ জানান, জল্লাদ আব্দুল ওহাব মুক্তিযুদ্ধ চলাকালীন স্থানীয় রাজাকারদের নির্দেশে অসংখ্য মুক্তিকামী মানুষকে গলাকেটে হত্যা করেছে। নড়াইল সদর থানার ওসি সুভাষ বিশ্বাস জানান, নাশকতা ও পুলিশের ওপর হামলা মামলায় আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ১১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে