বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯, ০৮:১০:২৬

নদী ভাঙন এলাকায় এমপি মাশরাফি, শুনলেন মানুষের দুঃখের কথা

নদী ভাঙন এলাকায় এমপি মাশরাফি, শুনলেন মানুষের দুঃখের কথা

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীর ভাঙন কবলিত এলাকা দেখতে গিয়েছেন জাতীয় ক্রিকেট দলের (ওয়ানডে) অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মাশরাফি পায়ে হেঁটে নদীপাড়ের ভাঙন পরিদর্শন করেন এবং ভাঙন কবলিত জয়পুর এবং কোটাকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের দুঃখের কথাও শোনেন।

ভাঙনের শিকার মানুষজনকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও আদেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তাসহ অন্যান্য জনসাধারণ।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তিনি নড়াইলে আসেন। পরদিনই লোহাগড়ায় নদী ভাঙন এলাকার মানুষের খোঁজ-খবর নিতে ছুটে যান।

একাদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচনী জনসভায় মাশরাফি প্রতিশ্রুতি দিয়েছিলেন, জয়ী হতে পারলে এলাকার নদী ভাঙনরোধে কাজ করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে