নিউজ ডেস্ক : জাতীয় দলের ক্যাম্পে যোগদানের আগে দুই দিনের সফরে নিজের নির্বাচনী এলাকায় এসে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সবচেয়ে গুরুত্ব দিয়েছেন হাসপাতালকে। খেলোয়াড়ি জীবনেই সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফি গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ছিলেন নড়াইল আধুনিক সদর হাসপাতালে। দেখলেন হাসপাতালের নানা অব্যবস্থাপনা, শুনলেন রোগীদের কথা। আর এলাকাবাসী দেখল, মাঠের মাশরাফির সেই রুদ্র মূর্তি।
দোতলায় হাসপাতালের নারী ও শিশু ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে নানা ধরনের সমস্যা শোনেন সংসদ সদস্য মাশরাফি। হাসপাতালের জরুরি বিভাগে তখন মাত্র একজন চিকিৎসক ছিলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। পুরুষ ওয়ার্ডে মাত্র দুজন নার্স দেখে তাঁদের কাজের পালার ব্যাপারে খোঁজ নেন। জানতে পারেন হাসপাতালে পর্যাপ্ত নার্স থাকলেও দু-একজন নার্স দিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিচালিত হচ্ছে। তখনই নিচে নেমে এসে নার্সিং সুপারভাইজরদের খোঁজ করেন। তাঁদের কক্ষে তালা দেখতে পেয়ে টেলিফোন করেন। একজন সুপারভাইজরের ফোন বন্ধ পান এবং অন্যজনের ফোন খোলা থাকলেও কথা বলেননি।