মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩১:৫০

তৃণমূল নেতা-কর্মীরা আমার প্রাণ, সময় এসেছে তাদের সম্মানিত করার : মাশরাফি

তৃণমূল নেতা-কর্মীরা আমার প্রাণ, সময় এসেছে তাদের সম্মানিত করার : মাশরাফি

নড়াইল থেকে : তৃণমূল আমার প্রাণ। এখন সময় এসেছে তাদের সম্মানিত করার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

তিনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। কেউ যদি তার কথার বাইরে যায়, তাহলে সবাই তাকে প্রত্যাখ্যান করবেন। শেখ হাসিনার হাত ধরেই দেশ সমৃদ্ধ এবং উন্নত হবে।

মঙ্গলবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে তিনি এমন কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার হাত ধরেই রাজনীতিতে আসা, তাকে দেখে মানুষের জন্য কাজ করার সাহস পাই।

এ সময় বিগত সংসদ নির্বাচনে নিজেদের খরচে এবং কষ্ট করে প্রচারণা চালিয়ে এমপি নির্বাচিত করায় দলের তৃণমূলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান মাশরাফি। তিনি বলেন, তৃণমূল আমার প্রাণ। এখন সময় এসেছে তাদের সম্মানিত করার।

জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে