নড়াইল থেকে : নড়াইল-২ আসনের সাংসদ এবং বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, 'বঙ্গবন্ধুর ভাষণকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে তার কথাগুলো বাস্তবায়ন করতে হবে।' মঙ্গলবার নড়াইলে মুজিববর্ষ পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাশরাফি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখতেন, সেটি আমরাও বিভিন্ন সময়ে বক্তৃতায় বলে থাকি। কিন্তু কর্মকাণ্ডে প্রতিফলন ঘটায় না, যা এখন কাজে প্রমাণ করা জরুরি। আমার মনে হয়; সময় এখনও শেষ হয়ে যায়নি। শেষ বলে কিছু নেই। আজ থেকে শুরু করলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন সম্ভব।
মুজিববর্ষ উপলক্ষে এদিন সকাল ১০টায় নড়াইল পুরনো বাসটার্মিনাল এলাকায় বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন মাশরাফি। এর পর জাতীয় সংগীতের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিন পালনের কর্মসূচি শুরু হয়। এরপর তিনিসহ অন্যরা বেলুন ওড়ান এবং কেক কাটেন। এ সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত ও বাংলাদেশের উন্নয়ন কামনায় দোয়া মাহফিল হয়।