নড়াইল: বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে করোনাভাইরাস। দিনদিন এই ভাইরাসে মৃ'তের সংখ্যা বে'ড়েই চলছে। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃ'ত্যু হয়েছে ১৭ হাজার মানুষের। এরইমধ্যে আক্রা'ন্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৮৫৯ জন ছা'ড়িয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২ হাজার ৬৯ জন। ইতোমধ্যে এই ভাইরাসে বাংলাদেশে তিনজনের মৃ'ত্যু হয়েছে। আক্রা'ন্ত হয়েছে ৪৮জন।
এদিকে, নড়াইলে করোনা সং'কটে কর্মহীন হ'তদরিদ্রদের মাঝে স্থানীয় সংসদ সদস্য এবং জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে এ খাদ্য সামগ্রী তাদের হাতে তু'লে দেয়া হয়।এ ছাড়াও মাশরাফীর উদ্যোগে শহরের রাস্তাঘাটের জীবা'ণু ধ্বং'সেও কা'র্যক্র'ম চা'লানো চলছে।
বি'পদে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ১২’শ দিন-আনা, দিন-খাওয়া পরিবারের হাতে খাদ্য সামগ্রী তু'লে দেয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। সে অনুযায়ী তালিকা করে খেটে খাওয়া এসব মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন ব্যাগভর্তি খাদ্য সামগ্রী।