নড়াইল থেকে : করোনা ভাইরাসে দেশের জনগণের জীবন স্থ'বির হয়ে গেছে। এসময় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসনের সংসদ সদস্য। তিনি নিজের এলাকার অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।
মাশরাফির পক্ষ থেকে মোট ১২০০ পরিবারকে পাঁচ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি করে ডাল-আলু-পেঁয়াজ-লবণ ও একটি সাবান দেওয়া হবে। এর মধ্যে ৩০০ পরিবারের মাঝে এসব জিনিসপত্র বিতরণ করা হয়। এমন পরি'স্থিতিতে এসব জিনিসপত্র পেয়ে দারুণ খুশি হ'তদরিদ্ররা। এসব জিনিসপত্র পেয়ে ভওয়াখালী গ্রামের দিনমজুর মিন্টু বলেন, ''এই প্রথম কোনো এমপির চাল-ডাল পেলাম। আল্লাহ আমাদের একজন ভালো এমপি দিয়েছেন। আমরা তার জন্য দোয়া করব।'
উল্লেখ্য, নড়াইলে কর্মহীন হ'তদরিদ্রদের মাঝে স্থানীয় সংসদ সদস্য এবং জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে এ খাদ্য সামগ্রী তাদের হাতে তু'লে দেয়া হয়। এ ছাড়াও মাশরাফীর উদ্যোগে শহরের রাস্তাঘাটের জীবা'ণু ধ্বং'সেও কা'র্যক্র'ম চা'লানো চলছে। বি'পদে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ১২০০ দিন-আনা, দিন-খাওয়া পরিবারের হাতে খাদ্য সামগ্রী তু'লে দেয়ার উদ্যোগ অনুযায়ী তালিকা করে খেটে খাওয়া এসব মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে দেন ব্যাগভর্তি খাদ্য সামগ্রী।