নড়াইল থেকে : করোনা ভাইরাসের এই স'ঙ্ক'টময় পরি'স্থিতিতে একের পর এক প্রশংসনীয় উদ্যোগ নিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবার নড়াইল সদর হাসপাতালের প্রবেশমুখে জীবা'ণুনা'শক চেম্বার স্থাপন করলেন মাশরাফি। হাসপাতালে কেউ প্রবেশ করা বা বের হওয়ার সময় এই চেম্বারে নিজের বহিরাবরণ জীবা'ণুমু'ক্ত করতে পারবেন।
শুধু নড়াইল সদর হাসপাতালেই নয়, জীবা'ণুনা'শক চেম্বার স্থাপন করা হবে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা পুলিশের দপ্তরেও। এই কার্যক্রমের তত্ত্বাবধানে রয়েছে মাশরাফির প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। এর আগে মাশরাফি নিজ উদ্যোগে ১২০০ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন। বিতরণ করেছেন ৫০০ পিপিই।
রোগীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে চালু করেছেন ভ্রাম্যমাণ হাসপাতাল। এছাড়া করোনা ভাইরাসে আক্রা'ন্ত রোগীদের যাতায়াতের সুবিধায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করেছেন মাশরাফি। ইতোপূর্বে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন বিভিন্ন সেবামূলক কাজ করেছে। মাশরাফি নিজেই এই ফাউন্ডেশনের চেয়ারম্যান।