নড়াইল থেকে : নড়াইলের লোহাগড়াকে পূর্ণ আইসোলেট করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সোমবার লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে জরুরি এক সভায় এ আহ্বান জানান তিনি।
একই সঙ্গে করোনা মো'কাবি'লায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এলাকাকে সুর'ক্ষিত রাখার আহ্বান জানান মাশরাফি। অ'সু'স্থ শরীর নিয়ে দীর্ঘক্ষণ সভায় উপস্থিত থেকে সবার বক্তব্য শোনেন মাশরাফি। এ সময় আওয়ামী লীগের সিনিয়র নেতা, সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্যসহ যারা অ'ক্লা'ন্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
মাশরাফি বলেন, 'লকডাউন শব্দটি এখন সবার কাছে আবেদন হারিয়েছে বলে আমার মনে হয়। তাই লকডাউন নয়, আমি বলতে চাই- লোহাগড়া ইজ আন্ডার আইসোলেশন।' নিজের বক্তব্যে ১০টি বিষয় উল্লেখ করেন মাশরাফি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ১০ জন করে স্বেচ্ছাসেবী টিম গঠন করা। যেখানে ছাত্রলীগ, যুবলীগসহ এলাকার সচেতন মানুষ থাকবে। চলমান পরি'স্থিতিতে একসঙ্গে টিমওয়ার্ক করলে সবার মাঝে একটি ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হবে বলে মনে করেন মাশরাফি।
পাশাপাশি করোনা পরীক্ষার পরিমাণ বাড়িয়ে পজি'টিভদের আইসোলেট করা এবং নেগে'টিভরা যেন ঘরের বাইরে না যায় এমন পরিবেশ সৃষ্টি করতে পারলে দ্রুত সময়ের মধ্যে আশানুরূপ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব বলে মত দেন মাশরাফি। একই সঙ্গে আইসোলেট লোহাগড়া করার লক্ষ্যে লোহাগড়ার সঙ্গে কয়েক দিনের জন্য সব ধরনের যোগাযোগ বি'চ্ছি'ন্ন করার বিষয়েও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
মাশরাফি বলেন, আগামী ১৪ দিন লোহাগড়া আইসোলেটেড থাকুক। এটা আমার সিদ্ধান্ত। তবে আমার সিদ্ধান্তকে আমি চূড়ান্ত মনে করি না। আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নেবেন। আশা রাখবো; লোহাগড়াকে ভালো রাখতে আপনারা সর্বোত্তম সিদ্ধান্ত নেবেন।
বণিক সমিতির নেতাদের উদ্দেশ্যে মাশরাফি বলেন, আমার সিদ্ধান্ত আমি আপনাদের ওপর চা'পিয়ে দেব না। আপনারা লোহাগড়ার মানুষ, লোহাগড়ার স্বার্থে আপনারা একটি ভালো সিদ্ধান্ত নেবেন। আমরা সবাই জানি এতো দিন আপনারা ক'ষ্ট করেছেন, নিজেদের সুর'ক্ষার জন্য আপনারা আরেকটু সহযোগিতা করবেন বলে প্রত্যাশা রাখি।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য বলেণ, ''আমি আক্রা'ন্ত হলেও সর্বোচ্চ দিয়ে কাজ করব লোহাগড়ার জনগণের জন্য। আমি শুধু আপনাদের সম্মিলিত সিদ্ধান্তের অপেক্ষায় আছি। হয়তো আমরা করোনাকে আ'টকাতে পারব না, তবে একমত হয়ে কাজ শুরু করলে এলাকাকে নিরা'পদ রাখতে পারব।''