নড়াইল: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শো'ক দিবস উপলক্ষে শহীদদের রুহের মা'গফে'রাত কামনায় নড়াইলে এতিমখানার শিশুদের খাবার দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই মধ্যাহ্নভোজে খাবার বিতরণ করেন তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর ত'ত্বাব'ধানে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানবৃন্দের মাধ্যমে প্রতিটি ইউনিয়নের এতিমখানায় এই মধ্যাহ্নভো'জ পৌঁছে দেয়া হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম পলাশ বলেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন, আমি এতিমদের সবচেয়ে বেশি ভালোবাসি। এতিমদের ব্য'থা আমি বুঝতে পারি। জননেত্রী শেখ হাসিনা যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন, মাশরাফি বিন মর্তুজাও তাদের ভালোবাসেন। তাইতো আজ এমন ব্যতিক্র'মী আয়োজন।
শো'ক দিবসে এতিম শিশুদের স্ম'রণে রাখায় সাংসদ সদস্য মাশরাফিকে ধন্যবাদ জানিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন জানান, মাশরাফি একজন মানবিক মানুষ- যার প্রমাণ তিনি আজও দিলেন। জাতীর পিতার মৃ'ত্যুবার্ষি'কীতে প্রকৃ'ত অস'হা'য় শিশুদের মাঝে খাবার দিয়ে তিনি আবারো মানবি'কতার অনন্য দৃ'ষ্টা'ন্ত স্থাপন করলেন।
চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া তার এলাকার এতিমখানায় নিজ হাতে এতিম শিশুদের মাঝে খাবার তু'লে দেন এবং বলেন, এমন একজন সাংসদ চেয়েছিলাম যিনি সর্বদা অস'হায় মানুষের কথা ভাববেন। আমরা এমন একজন মানবিক মানুষকেই আমাদের সংসদ সদস্য হিসেবে পেয়েছি। আমরা নড়াইলের মানুষেরা ধন্য হয়েছি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু জানান, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সাংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার সৌ'জ'ন্যে মধ্যাহ্নভোজ এতিমখানায় এতিমখানায় পৌঁছে দিতে পেরে সত্যি খুব ভালো লাগছে। এই নি'ষ্পা'প শিশুরা মন খুলে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের জন্য দুই হাত তু'লে মহান আল্লাহর কাছে দোয়া করেছে। এটাই আজকের দিনে আমাদের বড় প্রা'প্তি।
এদিকে ১৫ আগস্ট জাতীয় শো'ক দিবস উপল'ক্ষে এক শো'কবা'র্তায় মাশরাফি বিন মর্তুজা বলেন, আজ শো'কাব'হ ১৫ আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শা'হাদ'তবার্ষি'কী ও জাতীয় শো'ক দিবস ২০২০। জাতীয় শো'ক দিবসে আমি সশ্র'দ্ধচি'ত্তে স্ম'রণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থ'পতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্ম'রণ করছি মহী'য়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে, স্ম'রণ করছি শহিদ শেখ কামাল, শহিদ শেখ জামাল,শহিদ শেখ রাসেলসহ ১৫ আগস্টের সকল শহি'দদের।
তিনি বলেন, অ'ন্যা'য়ের বিরু'দ্ধে আমৃ'ত্যু আ'পো'সহী'ন, আজীবন ল'ড়া'ই-সং'গ্রাম করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোটি কোটি মানুষের হৃদয়ে পরম শ্রদ্ধায় চিরদিন বেঁ'চে থাকবেন তার তর্জনীর হে'লনে, তার দরাজ কণ্ঠের বক্তৃতায় আর এদেশের মাটি ও মানুষকে জীবন দিয়ে ভালোবাসার জন্য।
আজকের দিনে আমাদের অ'ঙ্গি'কার হোক, আগস্টের শো'ককে শ'ক্তিতে পরি'ণত করে জাতির পিতার স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করা, বলেন মাশরাফি।