সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২, ০৯:৩১:২৯

নড়াইলে ভাষাশহীদদের স্মরণে লাখো মোমবাতি প্রজ্বালন

নড়াইলে ভাষাশহীদদের স্মরণে লাখো মোমবাতি প্রজ্বালন

এমটি নিউজ ডেস্ক : 'অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো' এই স্লোগান নিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে ভাষাশহীদদের স্মরণে প্রজ্বালন করা হলো লাখো মঙ্গল প্রদীপ ও মোমবাতি। একুশে ফেব্রুয়ারি (সোমবার) নড়াইল 'একুশের আলো'র আয়োজনে ভাষাশহীদদের স্মরণে সন্ধ্যায় এ মঙ্গল প্রদীপ প্রজ্বালন করা হয়।  

সূর্যস্তের সঙ্গে সঙ্গে ৬টা ৩ মিনিটে একুশের সন্ধ্যায় জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান মোমবাতি জ্বালিয়ে লাখ মঙ্গল প্রদীপ ও মোমবাতি প্রজ্বালনের উদ্বোধন করেন।

শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, বাংলা বর্ণমালা, আল্পনাসহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হবে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে।

নড়াইলের লাখো মোমবাতির এই আয়োজন দেখতে ঢাকা, যশোর, মাগুরাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ জড়ো হন।

নড়াইল একুশের আলো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু বলেন, ২৫ বছর ধরে আমরা এখানে ভাষাশহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করছি। লাখো মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে আমরা কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামিসহ অন্ধকার থেকে মুক্ত হতে চাই।

আয়োজকরা জানান, নড়াইল একুশ উদযাপন পরিষদ এর আয়োজনে ভাষাশহীদদের স্মরণে ১৯৯৭ সালে নড়াইলে এই ব্যতিক্রমী আয়োজন শুরু হয়। প্রথমবার ১০ হাজার মোমবাতি জ্বালিয়ে ভাষাশহীদদের স্মরণ করা হলেও প্রতিবছর এর ব্যাপ্তি বেড়েছে।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে