সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ০৫:৫২:১৪

খবর পেয়েই মুরগির ব্যবসায়ীরা বাজার থেকে পালিয়ে যান

খবর পেয়েই মুরগির ব্যবসায়ীরা বাজার থেকে পালিয়ে যান

এমটিনিউজ২৪ ডেস্ক : মুরগি ও নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। সোমবার (২৭ মার্চ) নড়াইলের লোহাগড়া উপজেলা বাজারে অভিযান চালানো হয়। এ সময় ক্রেতাদের কাছ থেকে ২৪৫ টাকা করে মুরগি বিক্রি হচ্ছিল। 

অভিযানের খবর পেয়ে বাজার থেকে মুরগির ব্যাবসায়ীরা পালিয়ে যান। পরে উপস্থিত কয়েক ব্যবসায়ীর কাছ থেকে মুরগি তালিকা না থাকায় জরিমানা করে ভোক্তা অধিকার। 

এ সময় মূল্য তালিকা না থাকায় মুদি দোকানে এবং পরে লোহাগড়া শ্যামল ঘোষের ঘি তৈরির কারখানায় জরিমানা করে সংস্থাটি। এর আগে মাদরাসা বাজারে একটি মিষ্টির দোকানেও জরিমানা করা হয়। অভিযানে ১০ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।

লোহাগড়া বাজারে মুরগির ব্যবসায়ীদের দাবি, গতকাল (রবিবার) যে মুরগি পাইকারি ২১০ টাকায় কেনা হয়েছে তাই বেশি দামে বিক্রি হচ্ছে। বাজার স্থিতিশীল না হলে মূল্য তালিকা টানানো হলে লোকসান হবে।

ভোক্তা অধিকার জেলা উপপরিচালক প্রনব কুমার প্রামানিক জানান, অধিকাংশ ব্যবসসায়ীরা পালিয়ে গেছেন। তবে উপস্থিত কয়েকজনকে জরিমানা করা হয়েছে। ফলে মুরগির বেধে দেওয়া ২১০ টাকা কেজিতে বিক্রি হতে শুরু করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে