বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ০৩:৫০:৪৬

উদ্যোগ নিলেন মাশরাফি, ভাগ্যের পরিবর্তন হলো শত শত কৃষকের

উদ্যোগ নিলেন মাশরাফি, ভাগ্যের পরিবর্তন হলো শত শত কৃষকের

এমটিনিউজ২৪ ডেস্ক : ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার প্রচেষ্টায় নড়াইলের ২০টি মরা খালে প্রাণ ফিরেছে। পুনখননের পর খালগুলোতে পর্যাপ্ত পানি থাকছে। এতে শত শত কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়েছে। বাড়ছে শস্য উৎপাদনও।

খোঁজ নিয়ে জানা গেছে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন ফসলের মাঠে ছড়িয়ে থাকা মৃতপ্রায় খালনালা পুনর্জীবিত করার উদ্যোগ নেন মাশরাফি। তার প্রচেষ্টায় পানি উন্নয়ন বোর্ড ২০টি খাল চিহ্নিত করে খননের উদ্যোগ নেয়।

২০২১-২২ অর্থবছরে নেওয়া মধুমতি নবগঙ্গা পুনর্বাসন প্রকল্পের অধীন এসব খালের পরিধি ও গভীরতা বাড়ানোর মধ্য দিয়ে প্রকল্পের শতভাগ বাস্তবায়ন হয়। অস্তিত্ব সংকটে থাকা খালগুলো যৌবন ফিরে পেয়েছে। চলতি শুষ্ক মৌসুমে চাষিরা খালে সেচপাম্প বসিয়ে বোরো ধান, পাটসহ বিভিন্ন ফসলে স্বাচ্ছন্দ্যে পানি দিচ্ছেন। এতে কয়েকগুণ বেড়েছে ফসল উৎপাদন। ফলে চাষিদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। এতেই এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নেওয়া খাল খনন প্রকল্পের সার্থকতা মিলেছে বলছে পানি উন্নয়ন বোর্ড।

অন্যদিকে বর্ষায় বিলে জমে থাকা পানি খাল দিয়ে দ্রুত নদীতে চলে যাচ্ছে। জলাবদ্ধতা দূর হওয়ায় বিলের বহু অনাবাদী জমি আবাদ যোগ্য হয়ে উঠেছে।

নড়াইল পানি উন্নয়ন বোর্ডের (পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ) নির্বাহী প্রকৌশলী উজ্জল কুমার সেন বলেন, মাশরাফির প্রচেষ্টায় লোহাগড়া উপজেলায় মধুমতি নবগঙ্গা পুনর্বাসন প্রকল্পে ১৪ কোটি টাকা ব্যয়ে মোট ২০টি খালের ৭০ কিলোমিটার সংস্কার হয়েছে। খনন করা এসব খাল বিভিন্ন ফসলে সেচ সুবিধার পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধি, ফসল পরিবহন ও বিলের জলাবদ্ধতা দূর করতে ব্যাপক ভূমিকা রাখছে। কৃষক প্রকল্পের সুফল পেতে শুরু করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে