রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ১২:০৭:৩৫

দূর হলো এলাকাবাসীর আতঙ্ক

দূর হলো এলাকাবাসীর আতঙ্ক

এমটিনিউজ২৪ ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাইগ্রাম খাল থেকে কুমির উদ্ধার করেছেন এলাকাবাসী। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কুমিরটি উদ্ধার করা হয়। কুমিরটি প্রায় সাড়ে ৭ ফুট লম্বা। শত শত মানুষ কুমিরটি এক নজর দেখার জন্য ভিড় করে।

জানা যায়, কয়েকদিন আগে উপজেলার মাইগ্রাম খালে কুমির দেখে এলাকাবাসী আতঙ্কে ছিলেন। শনিবার সকালে ওই গ্রামের ইয়ামিন চৌধুরী নামে এক যুবক মাছ ধরতে গিয়ে অল্প পানিতে কুমিরটি দেখতে পান। পরে তিনি রশি দিয়ে ফাঁদ তৈরি করে কুমিরটি ধরেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় কুমিরটি ডাঙ্গায় নিয়ে যান।

খুলনা বন বিভাগের কর্মকর্তাদের কাছে বিকালে কুমিরটি হস্তান্তর করা হয়েছে।

উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আল মামুদ বলেন, খুলনা বন বিভাগের প্রতিনিধি দল কুমিরটি শনিবার বিকালে গাড়িতে করে খুলনায় নিয়ে গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে