সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১৬:৩১

ওসিসহ ৮ পুলিশ আহত

ওসিসহ ৮ পুলিশ আহত

নড়াইল : ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের পঞ্চম দিন বুধবার সকালে নড়াইলে পৌরসভার ডুমুরতলা মোড়ে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে সদর থানার ওসি (তদন্ত)সহ ৮ পুলিশ এবং বেশ কয়েকজন অবরোধ-সমর্থক আহত হয়েছেন।

জানা যায়, বুধবার সকাল সাতটার দিকে অবরোধকারীরা জেলার ডুমুরতলা মোড় অবরোধ করে। এতে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ বেধে যায়। অবরোধকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে।

পুলিশ সুপার এবিএম নুরুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, এ সংঘর্ষে সদর থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেনসহ পুলিশের আট সদস্য আহত হন।

এছাড়া বেশ কয়েকজন অবরোধকারীও আহত হয়েছেন বলে জানা যায়। তবে ওসির অবস্থা আশঙ্কাজনক। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

১১ ডিসেম্বর২০১৩/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমকে/

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে