নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজী আব্দুল্লাহ আল মামুনকে (২৮) জঙ্গি সন্দেহে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্করপুর এলাকা থেকে তাকে আটকের পর আদালতে সোপর্দ করেছে। মামুন লস্করপুর গ্রামের গাজী মশিয়ার রহমানের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, জঙ্গি কর্মকাণ্ডের অভিযোগে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজী আব্দুল্লাহ আল মামুনকে আটকের পর ১৫১ ধারায় আদালতে সোপর্দ করেছে গোয়েন্দা পুলিশ।
এদিকে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন বসু দাবি করেন, চারদলীয় জোট সরকারের আমলে মিথ্যা জঙ্গি মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন মামুন। পরে ওই মামলায় বেকসুর খালাস পান। এরপর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং বর্তমানে নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। মামুনকে আটকের ঘটনায় তীব্র নিন্দা এবং তার মুক্তি দাবি করেন তিনি।
১৩ জুন/ এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম