শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ১০:২৩:৪৬

এখনো ময়নাতদন্ত হয়নি সেই ৩ মাদরাসা ছাত্রের

এখনো ময়নাতদন্ত হয়নি সেই ৩ মাদরাসা ছাত্রের

নড়াইল : নড়াইলে বিষক্রিয়ায় মারা যাওয়া তিন মাদরাসা ছাত্রের এখন পর্যন্ত ময়নাতদন্ত হয়নি। বৃহস্পতিবার ডোম না থাকায় শুক্রবারও হবে কিনা তা বলতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে, নিহতদের পরিবারের লোকজন উদভ্রান্তের মতো হাসপাতাল চত্বরে ঘুরছেন। লাশ নিয়ে বাড়ি যাওয়ার জন্য তারা ব্যাকুল।

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফকির মো. মনিরুজ্জামান জানান, হাসপাতালে মাত্র একজন ডোম। তিনি নড়াইলের বাইরে থাকায় ময়নাতদন্ত করা সম্ভব হচ্ছে না। তিনি নড়াইল থেকে খুলনায় তার নিজস্ব বাড়িতে গেছেন।

ডোম আজগর আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ছুটি নিয়ে ঢাকায় এসেছি ব্যক্তিগত কাজে।
 
এর আগে বুধবার রাত ১২টার দিকে ওই তিন মাদরাসা ছাত্র বিষক্রিয়ায় মারা যায়। অথচ পরের ২দিন ময়নাতদন্তের কোনো ব্যবস্থা না করেই হাসপাতালের সুপার চাকরিস্থল ত্যাগ করেন।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. তারেক মোহাম্মদ শফি জানান, ডোম না থাকলে পার্শ্ববর্তী জেলা যশোরেও ময়নাতদন্ত করা যেত।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান বলেন, এ রকম একটি স্পর্শকাতর বিষয় ফেলে রেখে হাসপাতালের সুপার স্টেশন লিভ করতে পারেন না।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামন মুন্সী এই ব্যাপারে জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে লাশের ব্যাপারে সদর হাসপাতালের অফিসিয়ালি রিপোর্ট পেয়েছি । ওদিকে ডোম না থাকায় ময়নাতদন্ত করা যাচ্ছে না। হাসপাতালে হিমঘর না থাকায় নিহতদের পরিবারের লোকদের সঙ্গে আলোচনা করে বিশেষ ব্যবস্থায় লাশগুলো রাখা হয়েছে।

এদিকে, মৃত ছাত্রদের লাশ দাফনের জন্য শোকাতুর পরিবারগুলো হাসপাতালের বারান্দায় অপেক্ষা করছেন।
২৯ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে