বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯, ১২:৩০:০৬

জীবন্ত মানুষকে কবরে নামিয়ে এমন ভয়ঙ্কর প্রতারণা!

জীবন্ত মানুষকে কবরে নামিয়ে এমন ভয়ঙ্কর প্রতারণা!

নাটোর: জীবন্ত মানুষকে কবরে নামিয়ে এমন ভয়ঙ্কর প্রতারণা! কবর খোঁড়া হয়েছে, তবে মরদেহ দাফনের জন্য নয়। মুখ বেঁধে কবরে শুইয়ে দেওয়া হয়েছে জীবন্ত একজন মানুষকে। দাফনের আনুষ্ঠানিকতা মেনে রীতিমতো মাটিচাপা দেওয়াও হয়েছে। এইবার দেখানো হবে যাদু। দেখাবেন এক যাদুকর। উৎসুক জনতার চোখ তখন কবরের দিকে। হঠাৎ পাল্টে গেল জাদুকরের সুর। 

উপস্থিত উৎসুক জনতার উদ্দেশ্যে জাদুকর বললেন, যা আছে আনুন, নইলে বাঁচানো যাবে না কবরের ভেতরের মানুষকে। মানুষটি মরে গেলে এই এলাকার কেউই বাঁচবে না।

যাদুকরের মুখে ভয়ঙ্কর এমন কথা শুনে আশেপাশের মানুষরা হন্তদন্ত হয়ে আনা শুরু করলেন যার কাছে যা আছে। কেউ নগদ টাকা, কেউ ধান, কেউ কাপড় এনে ওই কবরের সামনে রাখা শুরু করলেন। ঠিক এমন সময় পাশ দিয়ে ফোর্সসহ যাচ্ছিলেন বাগাতিপাড়া থানার এসআই খাইরুল ইসলাম। মানুষের ভিড় ঠেলে কাছে গিয়ে দেখেন মৃত্যুর অভিনয় করিয়ে অভিনব কৌশলে করা হচ্ছে প্রতারণা।

আজ বুধবার বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের রহিমানপুরে বাদশা নামক জনৈক ব্যক্তির বাড়ির সামনে অদ্ভুত এ প্রতারণার ঘটনা ঘটে। 

এ ঘটনায় কথিত জাদুকর পরিচয়ের ৩ প্রতারককে আটক করে পুলিশ। তারা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের নুরনগর গ্রামের মৃত মোসলেম দারোগার ছেলে মনোয়ার হোসেন (৩৩), একই গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে পলাশ (২৯) ও ঝিনাগ্রামের মাসুদ আলীর ছেলে সেলিম হোসেন (৩২)। আটক ৩ জনই বাঘা থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদের মধ্যে বাঘা থানায় পলাশের বিরুদ্ধে ৫টি ও মনোয়ারের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে