নাটোর : নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামিরুল ইসলাম দুর্বৃত্তের হাতে খুন হওয়ার পর মারা গেলেন তাঁর স্ত্রী আছিয়া খাতুন (২৪)। গতকাল বৃহস্পতিবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
আছিয়া বিরোপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। জামিরুল-আছিয়ার ছেলে আব্দুল আজিম (১৩) স্থানীয় ফুলবাড়ি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। তাঁদের জান্নাতুল মাওয়া বিদ্যা (৩) নামে এক কন্যা সন্তানও আছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিরোপাড়ার নিজ বাড়ির অদূরে জামিরুলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ মৃত্যুর সংবাদ শোনার পর শোকে কাতর হয়ে পড়েন স্ত্রী আছিয়া। একপর্যায়ে গত বুধবার মধ্যরাতে তিনি ব্রেইন স্ট্রোক করেন। এরপর তাঁকে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জামিরুলের বড় ভাই শহিদুল ইসলাম জানান, জামিরুলের মৃত্যুর দিন থেকে আছিয়া একটানা আহাজারি করছিল। একপর্যায়ে তিনি ব্রেইন স্ট্রোক করেন। গতকাল দুপুর আড়াইটায় বিরোপাড়া গোরস্থানে স্বামীর পাশেই তাকে দাফন করা হয়েছে।
লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘স্বামীর খুন হওয়ার পরে স্ত্রীর মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক। এ নিয়ে এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, তার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জামিরুল হত্যা মামলার ১০ আসামিকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়েছে।’