নাটোর প্রতিনিধি : নাটোরে হঠাৎ শিলা বৃষ্টিতে ঢেকে গেছে ফসলের মাঠ! নাটোরে হঠাৎ শিলা বৃষ্টিতে গম, ধান, পানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আধা ঘণ্টা ধরে চলা শিলা বৃষ্টিতে ঢেকে গেছে শত শত হেক্টর রবি ফসলের জমি। এছাড়াও আম-জামের মুকুল ঝড়ে পড়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
রবিবার ভোর রাত ৫ টার দিকে শুরু হওয়া বজ্রসহ শিলা বৃষ্টি প্রায় আধা ঘণ্টা ধরে চলে। এই বৃষ্টিতে জেলার নলডাঙ্গা উপজেলার হালতি ও সিংড়ার চলনবিলের বোরো ফসলের মাঠ এবং সদর উপজেলার ছাতনী, হরিশপুর, কাফুরিয়াসহ অন্যান্য গ্রামের গম, পেঁয়াজ, সবজি ও পানের বরজসহ উঠতি ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। এছাড়াও অনেকের বাড়ির টিনের চাল শিলার আঘাতে ফুটো হয়ে গেছে।
সদর উপজেলার ছাতনী গ্রামের কৃষক সাদেক আলী বিলাপ করে জানান, শিলা বৃষ্টিতে তার আড়াই বিঘা জমির পানের বরজ সম্পন্ন বিধ্বস্থ হয়েছে। এতে তার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। একই গ্রামের কৃষক মোমিন জানান, তার ভুট্টা ও পেঁয়াজের জমিতে আর কিছুই অবশিষ্ট নেই। কৃষক শাজাহান আলী জানান, তার তিন বিঘা জমির গম পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, শিলা বৃষ্টিতে কি পরিমাণ জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে তা নিরুপণে তিনিসহ কৃষি কর্মকর্তারা মাঠে নেমেছেন।