নাটোর: নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল পৌঁনে ৭টার দিকে মহাসড়কটির কয়েন বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, সকালে মহাসড়কের পাশে বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা আছে। কোনও সহৃদয়বান ব্যক্তি যদি মরদেহটিকে শনাক্ত করতে পারেন তাহলে নাটোর সদর হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ রইলো।
তিনি আরও জানান, সাদা রংয়ের লুঙ্গী ও গেঞ্জি পড়া, পাকা চুল ও দাঁড়ি সমেত ফর্সা চেহারার অধিকারী ওই বৃদ্ধের পরিচয় সনাক্ত করতে তার কাছে কিছুই পাওয়া যায়নি। তাকে শ্বাসরোধে হত্যার আলামত বা শরীরে কোনও ধরনের জখমের চিহ্ন পাওয়া যায়নি।