নাটোর : ‘অপকর্ম রোধে অপকর্মের ব্যবহার, মাদক বিক্রেতার বাড়ি হোক গণশৌচাগার’ শীর্ষক ব্যানার লাগানো হয়েছে নাটোরে। মাদকদ্রব্য, মাদকসেবী ও মাদক বিক্রেতার বিরুদ্ধে সচেতন করতে নাটোরের বিভিন্ন স্থানে এগুলো লাগানো হচ্ছে। পুলিশ সুপারের (এসপি) নির্দেশনায় এ কাজ করা হচ্ছে বলে জানা গেছে।
গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, ‘এসপি স্যারের নির্দেশনা এবং উৎসাহে পুলিশসহ এলাকার সচেতন মহল গুরুত্বপূর্ণ স্থানে এই ব্যানার বসাচ্ছে। এ কাজে সম্পৃক্ত হয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারসহ জনপ্রতিনিধিরা।’
তার দাবি, এখন পর্যন্ত ২০টি ব্যানার স্থাপন করা হয়েছে। এ কাজে এগিয়ে আসছেন এনজিও, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, দুই মাস আগে নাটোরে মাদকের বিরুদ্ধে প্রচার শুরু হয়েছে। মাদক তাড়াই জীবন বাঁচাই, মাদকমুক্ত নাটোর চাই, খোলা জানালা সংগঠনসহ বেশকিছু সংগঠন মাদকের বিরুদ্ধে কাজ করছে। বিভিন্ন স্থানে চলছে মাদকের বিরুদ্ধে প্রচার। তাদের এই কাজে অনুপ্রাণিত হয়ে নাটোরে মাদকের বিরুদ্ধে ঘৃণা দিবস পালনের প্রস্তুতি নিচ্ছে তারা। আগামী মাসে দিবসটি পালনের প্রস্তুতি চলছে। এ প্রচারের অংশ হিসেবে ব্যানার লাগানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন প্রচার চলতে থাকলে একদিন মাদক নির্মূল হবে এমন আশা করছে তারা।
এ সম্পর্কে স্বেচ্ছাসেবী সংগঠন খোলা জানালার সদস্য রনি জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। নাটোরের যুব সমাজকে বাঁচানো না গেলে আগামী প্রজন্ম শেষ হয়ে যাবে।