নাটোর: গাছের সঙ্গে কিশোরের হাত-পা বেঁধে কোমরে রশি পেঁচিয়ে মাথায় ডিম ভেঙে ও ময়লা ছিটিয়ে অদ্ভুত এক জন্মদিন উদযাপন করছে নাটোরের একদল শিক্ষার্থী।
রোববার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, রোববার সকাল ১০ টার দিকে নাটোরের সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র আরাফাত হোসেনের জন্মদিন পালন করতে একই শ্রেণির অপর ৬ বন্ধু তাকে উপজেলা চত্বরের সামনে একটি গাছের সাথে তাকে বাঁধে। এ সময় আরাফাতের সমস্ত শরীরে ময়দা, ডিম, রং ও ময়লা মাখিয়ে ব্যতিক্রমী জন্মদিন পালন করে ৬ বন্ধু হৃদয়, শাকিল, ইরান, সোহান, মাহিন ও সিহাব।
তাদের অদ্ভুত জন্মদিন উদযাপনকে অপসংস্কৃতি ও সামাজিক অবক্ষয় বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে এমন জন্মদিন উদযাপন বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষকরা।
বন্ধুর জন্মদিন স্মরণীয় করে রাখতে এ ব্যতিক্রমী উদ্যোগ বলে জানায় জন্মদিন পালনকারী বন্ধু ইরান। আর আরাফাত বলেন, বন্ধুদের এই আয়োজনে অনেক মজা পেয়েছেন তিনি।