বুধবার, ০৮ মে, ২০২৪, ০৪:৩১:১৬

ছেলের ওপর অভিমান করে একসঙ্গে বিষপান বৃদ্ধ বাবা-মার

ছেলের ওপর অভিমান করে একসঙ্গে বিষপান বৃদ্ধ বাবা-মার

এমটিনিউজ২৪ ডেস্ক : নাটোরের গুরুদাসপুরে ছেলের ওপর অভিমান করে একসঙ্গে বৃদ্ধ বাবা-মা বিষপান করেছেন। বুধবার (৮ মে) সকালে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হামলাইকোল এলাকায় এ ঘটনা ঘটে। স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

ওই বৃদ্ধ বাবা-মা হলেন: একই এলাকার মো. আলম শেখ (৬০) ও তার স্ত্রী নাজমা বেগম (৫০)।

হাসপাতালে চিকিৎসাধীন বাবা আলম শেখ জানান, তার দুই মেয়ে এক ছেলে। একমাত্র সন্তান মো. সবুজ শেখকে তার শেষ সম্বল জমি-জমা লিখে দিয়েছেন। ছেলে তাকে কথা দিয়েছিলো সংসারের সব দায়িত্ব এবং তার সব ঋণ পরিশোধ করে দেবে। কিন্তু জমি লিখে নেয়ার পর ছেলে তার কথা রাখেনি। এ দিকে ঋণের কারণে পাওনাদারদের অপমান-অপদস্থ নীরবে সহ্য করতে হতো তাকে। তা ছাড়াও ছেলে ও ছেলের বউ তাদের স্বামী-স্ত্রী দুজনের সঙ্গেই খারাপ ব্যবহার করে। একপর্যায়ে নিজেদের জীবনের ওপর অতিষ্ঠ হয়ে তারা বিষপান করেছেন।

ছেলে সবুজ শেখের কাছে বাবা-মায়ের বিষপানে আ''ত্মহ'''ত্যার চেষ্টার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে তার চাচাতো ভাই জুয়েল রানা বলেন,‘তার চাচা-চাচি দুজনেই সুস্থ হলে পারিবারিকভাবে বসে এ বিষয়গুলো সমাধান করার চেষ্টা করা হবে।’

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. স্নিগ্ধা আক্তার জানান, বিষপান করে স্বামী-স্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। দুজনকেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে অলম শেখের স্ত্রী নাজমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে