এমটিনিউজ২৪ ডেস্ক : নাটোরের বাগাতিপাড়ায় জুমার নামাজের সময় মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাঁচুড়িয়া জামে মসজিদে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন পাঁচুড়িয়া গ্রামের বাসিন্দা মফিজ উদ্দিন (৪২), একই গ্রামের বাসিন্দা হাসিব আলী (৩৫) ও মহাসিন (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ কমিটির পাঁচ সদস্যের মধ্যে চারজন একমত হয়ে স্থানীয় এক হাফেজকে মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেন।
তবে ক্যাশিয়ার মোতালেব হোসেন ও তার ভাইয়েরা এ সিদ্ধান্তে আপত্তি জানান। পরে জুমার নামাজের সময় এ নিয়ে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ টিপু বলেন, ‘নিয়ম মেনে নিয়োগ দেওয়া হলেও একজন সদস্য সেটি বিরোধিতা করে উত্তেজনার সৃষ্টি করেন।’
মসজিদে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ‘মসজিদের পাশাপাশি জমিসংক্রান্ত পুরনো বিরোধ ছিল, যার জেরে এমন ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’