সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৩:২০

নায়েক রাজ্জাকের মুক্তির আশায় ছেলের নাম ‘মুক্তি রানা’

নাটোর প্রতিনিধি : টেকনাফ সীমান্ত থেকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে অপহৃত হয়ে বন্দী নায়েক আব্দুর রাজ্জাকের সদ্য জন্ম নেয়া ছেলের নাম রাখা হয়েছে ‘মুক্তি রানা’। বাবার মুক্তির আশায় ছেলের এই নাম রাখা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

নায়েক আব্দুর রাজ্জাকের স্ত্রী আসমা খাতুন লিলি জানান, ছেলে সন্তান হবে তা তারা আগেই জানতেন। তবে সে বাবা হয়েছে সেকথা তাকে জানাতে পারিনি। তাই তার বাবার জন্য ছেলের নাম রেখেছি ‘মুক্তি রানা’।

এদিকে এই খুশির খবর মায়ানমারে বন্দি নবজাতকের বাবা রাজ্জাককে জানাতে পারেনি বলে আসমার মনেও কোনো আনন্দ নেই। পরিবারেও এ নিয়ে নেই কোন আনন্দ। সবাই কেমন জানি সারাক্ষণ বিমর্ষ থাকছে।

নাটোর জেলার সিংড়া উপজেলার কলম ইউনিয়নের বলিয়াবাড়ি গ্রামে আব্দুর রাজ্জাকের বাড়িতে রাজ্জাকের মা বুলবুলি ছেলের শোকে শয্যাসায়ী, বাবা তোফাজ্জল হোসেন সবসময় ছুঁটে বেড়াচ্ছেন। বোন তসলিমা খাতুন ভাইয়ে অপেক্ষায় প্রহর গুনছেন। রাজ্জাকের সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছেলে রাকিবুল ইসলাম ও চতুর্থ শ্রেণীতে পড়ুয়া মেয়ে ফারিয়া জাহান রিতু বাবার জন্য দিনরাত কেঁদেই চলেছে। তাদেরকে যেন কোনভাবেই শান্তনা দেয়া যাচ্ছে না।

প্রশাসনের কাছে পরিবারের সদস্যদের দাবি অবিলম্বে আব্দুর রাজ্জাককে সুস্থ অবস্থায় তাদের মধ্যে ফিরিয়ে দেয়া হোক।

এদিকে রাজ্জাক অপহৃত হওয়া পর সোমবার সকালে রাজ্জাকের গ্রামের বাড়িতে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন রাজ্জাকের স্বজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং দ্রুত রাজ্জাককে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে তাদেরকে অবহিত করেন।
২৩ জুন ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে