এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের মাত্রা বেড়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এতথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে, মঙ্গলবার একই সময় এখানে রেকর্ড হয়েছিলো ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, তাপমাত্রার অবনতি আর কনকনে শীতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোর দেখা মিললেও উত্তাপ তেমন বেশি একটা স্থায়ী থাকছে না। দুপুরে গড়াতেই হিম শীতল বাতাস বইতে শুরু করছে। সন্ধ্যার পর শুরু হয় শীতের দাপট। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা। ফলে সঠিক সময়ে কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা।
এদিকে কুয়াশার কারণে পরিবহন চালকদের দুর্ভোগও বেড়েছে। সকালের দিকেও দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে সাবধানে গাড়ি চালাচ্ছেন তারা। এছাড়া শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, এ জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ সকাল ৯ টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।’