শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:২০:২৯

দীর্ঘ ৫৫ বছর ইমামতি শেষে রাজকীয়ভাবে ইমামকে বিদায়!

দীর্ঘ ৫৫ বছর ইমামতি শেষে রাজকীয়ভাবে ইমামকে বিদায়!

এমটিনিউজ২৪ ডেস্ক : দীর্ঘ ৫৫ বছর ইমামতি শেষে রাজকীয়ভাবে ইমামকে বিদায় দিয়েছেন মুসল্লিরা। ইমামকে ফুল সুসজ্জিত প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেওয়া হয় বাড়িতে। এমন ঘটনা ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকায়।

চাকলাহাট বাজার জামে মসজিদের ইমাম ক্বারী শাহার উদ্দীনকে (৭৫) ফুলেল শুভেচ্ছা জানান মুসল্লি ও এলাকাবাসী। ইমাম ক্বারী শাহার উদ্দীন চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া গ্রামের মৃত তফির উদ্দীনের ছেলে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে তাকে ফুল সুসজ্জিত প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেন বাড়িতে।

বিদায়ী সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে পড়েন ক্বারী শাহার উদ্দীন। তিনি বলেন, জীবনের দীর্ঘসময় ইমামতি করেছি, এমন আয়োজনে খুবই মুগ্ধ হয়েছি। এ জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। দোয়া করবো সবাইকে মহান আল্লাহপাক ভালো রাখুন।

জানা যায়, ক্বারী শাহার উদ্দীন চাকলাহাট বাজার জামে মসজিদে ইমামতি করেন টানা ২৭ বছর। এর আগে এলাকার তিনটি মসজিদে ২৮ বছর ইমামতি করেছেন তিনি। দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে অবসর নিয়েছেন। অবসরে যাওয়ায় এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা বিশেষ সম্মান জানিয়ে রাজকীয় বিদায় দিলেন তাকে।

চাকলাহাট বাজার জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জফির উদ্দীন বলেন, আজকের দিনটি আমাদের জন্য বেদনার। কেননা আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি, যিনি দীর্ঘ ৫৫ বছর দ্বিনি শিক্ষায় আমাদের আলোকিত করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে