এমটিনিউজ২৪ ডেস্ক : নিজেকে উপপরিদর্শক (এসআই) ও সঙ্গীকে ডিবির সোর্স হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় জনতার হাতে আটক হয়েছেন পঞ্চগড় সদর থানার কনস্টেবল মিজানুর রহমান (২৮)। এ সময় তার সহযোগী রাজমিস্ত্রি শরিফুল ইসলামকেও আটক করা হয়েছে।
শনিবার রাতে পঞ্চগড় শহরের বলেয়াপাড়া এলাকায় কয়েকজন তরুণের কাছে লাখ টাকা চাঁদা দাবি করায় তাদের আটক করা হয়।
আটক কনস্টেবল মিজানুর রহমানের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার বৈদ্যনাথপুর এলাকায়।
তিনি ২০২২ সালে পঞ্চগড়ে যোগদান করেন। এ ছাড়া আটক শরিফুল ইসলামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের পেলকুজোত এলাকায়। তিনি পেশায় রাজমিস্ত্রি।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের বলেয়াপাড়া এলাকায় সড়কের পাশে বসে মোবাইলে গেম খেলছিলেন কয়েকজন তরুণ।
এ সময় দুটি মোটরসাইকেলে পুলিশ কনস্টেবল মিজানুর ও রাজমিস্ত্রি শরিফুল ইসলামসহ ৪-৫ জন ওই তরুণদের কাছে গিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় অনলাইন জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার করার হুমকি দেন।
তবে টাকা দিতে রাজি না হওয়ায় মাধব নামের এক তরুণকে হাতকড়া লাগিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মিজানুর। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে বিপাকে পড়েন ভুয়া পরিচয়ধারী মিজানুর ও তার সঙ্গীরা।
অবস্থা বেগতিক দিকে অন্যরা পালিয়ে গেলেও মিজানুর ও শরিফুলকে আটক করে জনতা। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছালে ক্ষুব্ধ জনতা ওই দুই ব্যক্তিকে তাদের হাতে তুলে দেন।
পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, ওই পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আটক অপরজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।