রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ০৬:৫৪:৫৩

হাসপাতালে ১০ লাখ টাকার অনুদান দিল জামায়াত

হাসপাতালে ১০ লাখ টাকার অনুদান দিল জামায়াত

আসাদুজ্জামান আসাদ, পঞ্চগড় : চিকিৎসা ছাড়া মানুষ সুস্থভাবে বাঁচতে পারে না। তাই চিকিৎসার মান উন্নয়নে সবার আগে সাধারণ মানুষের কথা ভাবতে হবে।

রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক মো: সাবেত আলীর মাধ্যমে জেলা হলরুমের সাংবাদিক সম্মেলন থেকে এ চেক প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো: আব্দুল হালিম বলেন, ‘মানুষ একটি উত্তম জাতি। উত্তম জাতি হিসাবে ভালো কাজ করা প্রয়োজন। মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। রোগ বালাই দিয়েছেন। তাই উত্তম কাজ হিসাবে পঞ্চগড় আধুনিক হাসপাতালে আজ ১০ লাখ টাকার অনুদান দেয়া হলো। এটা জামায়াতের কাজ না, এটা মানবতার, মানবসেবার কাজ। এ কাজে আমাদেরকে এগিয়ে আসতে হবে।’

প্রধান অতিথি আব্দুল হালিম বলেন, ‘চিকিৎসা ছাড়া মানুষ সুস্থ্যভাবে বাঁচতে পারে না। তাই চিকিৎসার মান উন্নয়নে সবার আগে সাধারণ মানুষের কথা ভাবতে হবে। প্রতিদিন হাসপাতালে শতশত রোগী চিকিৎসা নেয়ার জন্য আসেন। কিন্তু ডাক্তার ও উন্নতমানের যন্ত্রপাতির অভাবে তারা সুন্দরভাবে চিকিৎসা সেবা পান না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: মো: শফিকুর রহমান চিকিৎসা ব্যবস্থার উপর গুরুত্ব দিয়েছেন। আমিরে জামায়াত বাংলাদেশ ক্যান্সার হাসপাতালে রোগীর চিকিৎসা ও সেবার জন্য এক কোটি টাকা অনুদান দিয়ে সহযোগিতা করেছেন। সে হিসেবে তাকে বলা হয় পঞ্চগড় হাসপাতালের করুণ অবস্থার কথা। এখানে কোনো ডাক্তার এসে থাকতে চান না। ডাক্তার না থাকার কারণে রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। মানুষ রোগী নিয়ে দিনাজপুর, রংপুর এবং ঢাকা যাচ্ছেন। অনেক রোগী রাস্তায় মারা যাচ্ছেন। এ করুণ অবস্থা থেকে বাঁচার জন্য মানুষ যেন ঘরে বসে চিকিৎসা নিশ্চিত করতে পারেন, সেজন্য তিনি পঞ্চগড় আধুনিক হাসপাতালকে আধুনিকায়ন করার জন্য ১০ লাখ টাকার অনুদান দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।’

আধুনিক হাসপাতালে ডাক্তার, যন্ত্রপাতি ও চিকিৎসার যাবতীয় উপকরণ সরবরাহের নিমিত্তে স্বাস্থ্য সহায়ক তহবিল নামে একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসাইনের উপস্থিতিতে ১০ লাখ টাকার এ চেক প্রদান করা হয়।

পরে সহকারী সেক্রেটারি হালিম ডিসি অফিস থেকে বের হয়ে পঞ্চগড় আধুনিক হাসপাতাল পরিদর্শনে যান।

জেলা প্রশাসক মো: সাবেত আলীর সভাপতিত্বে জেলা হলরুমের ওই সাংবাদিক সম্মেলনে জেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো: ইকবাল হোসাইন, সিভিল সার্জন ডা: মো: মিজানুর রহমান, জেলা নায়েবে আমির মাওলানা মো: মফিজউদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা মো: দেলোয়ার হোসাইন, পঞ্চগড়-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: সাফিউল্লাহ সফিসহ অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন।-নয়াদিগন্ত

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে