বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ০৬:২৭:৩৪

৬ হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ

৬ হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ

এমটিনিউজ২৪ ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ধরা পড়া এক ইলিশ বিক্রি হয়েছে প্রায় ৬ হাজার টাকায়। ইলিশটির ওজন ১ কেজি ৮০০ গ্রাম। বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় সুনু মাঝি নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সমুদ্রে গিয়ে জাল তুলতেই ইলিশটি উঠে আসে।

পরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে গেলে রাসেল ফিসের মাধ্যমে নিলামে ৫ হাজার ৬২৫ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী নাসির উদ্দিন।

জানা যায়, ডাকের মাধ্যমে ১ লাখ ২৫ হাজার টাকা মণ দরে মাছটি বিক্রি হয়েছে ৫ হাজার ৬২৫ টাকায়। মাছটি কেনার পর তা বিক্রির জন্য রেখেছেন ওই মৎস্য ব্যবসায়ী।

নাসির বলেন, বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় খুঁটা জাল দিয়ে মাছটি শিকার করে বিক্রির জন্য আড়তে নিয়ে যাই। তবে এরকম বড় সাইজের ইলিশ এখন খুব কম ধরা পড়ে। আজকে মাছটি কিনেছি লাভের আশায়, সামান্য ব্যবসা হলেই বিক্রি করে দেব।

জেলে সুনু গাজী বলেন, আজকে ট্রলারে একটিই মাছ পেয়েছি। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। তবে আমি যে মাছটি পেয়েছি এটি সাইজে বড় হওয়ায় আমি অনেক টাকায় বিক্রি করেছি। খুব বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছে তাতে অনেক খুশি আমি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা কালবেলাকে বলেন, বড় সাইজের ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করি সামনের দিনগুলোতে ইলিশের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে দামটা আরও কমে আসবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে